আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সরকার কাজ করে যাচ্ছে: এমপি ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১২ ১৯:৩৮:১৪

এম.এ মতিন, গোয়াইনঘাট :: সিলেট ৪-আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছে। সরকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বাসস্থানসহ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর বহন করছে।

তিনি গোয়াইনঘাট কলেজ, জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ মহিলা কলেজ কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর উচ্চ বিদ্যালয় ও গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় সরকারি করন এ সরকারের সফলতার ফসল হিসাবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন- কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজসহ তার নির্বাচনী আসনের বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করনে উদ্যোগ নিয়েছেন। গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত ইমরান আহমদ এম.পির সম্মানে উষ্ণ গণসংবর্ধনা অনুষ্টানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সেলিম উল্লাহ।

সহকারি প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন- এম.পি ইমরান আহমদের একান্ত প্রচেষ্টায় ও গোয়াইনঘাট উপজেলার পরিষদের সহ যোগিতায় গোয়াইনঘাটের শিক্ষা ব্যবস্থা আসার আলো দেখাচ্ছে। বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের নামীদামি শিক্ষা প্রতিষ্ঠানে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের কমিটি রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন সরকার গরীব ও মেহনতী মানুষের বন্ধু হিসাবে পাশে রয়েছে। তিনি বলেন বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ শতাধিক ভাতা চালু করে জনগনের বন্ধু হয়ে কাজ করছে। দূর্যোগ কালীন সময়ে ভিজিডি, বিজিএফসহ প্রতি মাসে ৩০কেজি চাল নগদ ৫০০ টাকা প্রদান করে অসহায় ও দুস্ত মানুষের ভালবাসা কুড়েছে।

এছাড়া বিশেষে অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার(ভূমি) সুমন কুমার দাস, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: দেলওয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ার‌্যমান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, আওয়ামীলীগ নেতা ইসমাইল আলী মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.জামাল উদ্দিন, আলীরগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, এস. কামরুল হাসান আমিরুল, আব্দুস সালাম, মাহবুব আহমদ, মো: লুৎফুল হক, নজরুল ইসলাম নজু, লোকমান আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুবাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, কামাল হোসেন (মেম্বার), ফয়ছল আহমদ, আবুল হোসেন, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ, লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির জিলানী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মহি উদ্দিন মহি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক গোলাম সরওয়ার, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা, আব্দুল মনসুুর ডালিম, গোলাম আজাদ, পলাস ভদ্র, তমিজুর রহমান।

অপরদিকে বিকাল ৪টায় রুস্তুমপুর ইউনিয়নের বড়গোসা গ্রামে ২০০ শতাধিক পরিবারের মধ্যে শুভ বিদ্যুতায়ন করেন ইমরান আহমদ এমপি।

সিলেটভিউ২৪ডটকম/১২ অক্টোবর ২০১৭/এমএএম/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন