আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ছুরিকাঘাতে আহত এমসি শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ০০:১৮:১৩

আজহার উদ্দিন শিমুল, এমসি কলেজ প্রতিনিধি :: বুধবার নগরীর বালুচর এলাকায় ছুরিকাঘাতে গুরুতম জখম হওয়া এমসি কলেজের শিক্ষার্থী ফুজাইল আহমদ ফয়েজ এর ফাইনাল পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে! ফয়েজ এবছর এমসি কলেজের বাংলা বিভাগ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলো!

আগামীকাল শনিবার নগরীর মদনমোহন কলেজে অনুষ্ঠেয় 'বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি' নামক বিষয় পরীক্ষা দেওয়ার কথা ছিলো তাঁর!

কিন্তু মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ছে ফয়েজ। এমন অবস্থায় পরীক্ষা দেওয়া অসম্ভব বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা। সে ঠিকমতো কথাও বলতে পারছে না।

ফয়েজের সফল অস্ত্রোপচার হওয়ার পরও আশঙ্কা কাটেনি পুরোপুরিভাবে। বর্তমানে সে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছে!

চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। ছুরিকাঘাতের ফলে তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

উল্লেখ্য, বুধবার প্রাত:ভ্রমণে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়! এসময় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও দুর্বৃত্তরা নিয়ে যায়! এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয় নি।

সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৭/এইউএস/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন