আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ১৫:০৫:৪৪

কমলগঞ্জ প্রতিনিধি ::   মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি”- এই প্রতিবাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৭ পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, নারীনেত্রী বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অংশ নেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। তা হলে ক্ষয়ক্ষতি কমে যাবে।


সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৭/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন