আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ১৫:১১:১৭

কমলগঞ্জ প্রতিনিধি ::   “কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ, নারীনেত্রী বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাহীন আহমদ, সাংবাদিক শাব্বির এলাহী, নুরুল মোহাইমীন মিল্টন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৭/জেএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন