আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

তাতীপাড়ার আরসিসি রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনে কাউন্সিলর জাবেদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ১৭:৪১:২২

সিলেট ::   সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের তাতীপাড়া দি এইডেড স্কুলের সামন থেকে তাতীপাড়া মোড় পর্যন্ত সিসিকে’র অর্থায়নে ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেনের উন্নয়ন কাজ চলছে।

শুক্রবার বাদ জুম’আ উন্নয়ন কাজ পরিদর্শন করেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, মুুরব্বি আমিনুল হক, শাহী আহমদ, বিপ্লব, টিপু সুলতান, আজিম, তাতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শওকত আলী শান, সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী শাহিন, কাউন্সিলরের সচিব রাহাত আহমদ রাজু, মহানগর ছাত্রদল নেতা নাজিম উদ্দিন পান্না, জাফর আহমদসহ ব্যক্তিবর্গ।

পরিদর্শন কালে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ বলেন, সিসিকে’র অর্থায়নে সিলেটে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়ে তা সম্পন্ন হতে চলেছে। তারই ধারাবাহিকতায় নগরীর তাতীপাড়ায় আরসিসি রাস্তা ও আরসিসি ড্রেনের উন্নয়ন কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং ওয়ার্ডবাসী নির্বিঘ্নে রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন।

তিনি বলেন, নেতা হওয়ার উদ্দেশ্যে নয়, জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। ওয়ার্ডের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ চলছে, অসম্পন্ন কাজগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ওয়ার্ডবাসীরি সহযোগিতা কামনা করছি।


সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৭/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন