আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ভারতের ব্যস্ত সড়কে বিলবোর্ডে প্রকাশ্যে চলছে নীলছবি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-১১ ০১:২৩:৫৭

সকালের ব্যস্ত সময়ে বাস ধরবেন বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। সময় কাটানোর জন্য চোখ রেখেছিলেন বাসট্যান্ডে লাগানো টিভির পর্দায়। প্রথমটায় চলছিল ভালই। হঠাৎ টিভির সাধারণ অনুষ্ঠান বদলে গিয়ে চালু হল নীল ছবি।

এরপর কিছু যাত্রীরা কেউ চোখ সরিয়ে নিলেন, কেউ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কয়েকজন হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়লেন। দ্রুত সমস্যা মোকাবিলায় কাজে নামলেন বাস কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কালপেত্তা বাস ডিপোতে। অতঃপর তদন্ত করে সেই কমিটি জানতে পেরেছে স্থানীয় কেবল টিভি নেটওয়ার্ক এক অনুষ্ঠান সম্প্রচার করতে গিয়ে ভুল করে নীল ছবির সিডি চালু করে দিয়েছিলেন।

এমন ভুলের পর অবশ্য সেই স্থানীয় কেবল টিভি সংস্থার কর্মীদের কী শাস্তি হয়েছে তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন

আপনার মতামত দিন