আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সেই মৃত্যু গুহার রহস্য উন্মোচন বিজ্ঞানীদের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০২-২৪ ০০:২৬:৫০

রহস্য ভেদ হল পৃথিবীর নরকদ্বারের। তুরস্কর ডেনিজিলি প্রদেশের দু'হাজার পুরানো একটি গুহার রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা।

স্থানীয় বাসিন্দাদের মতে, সেই গুহার মধ্যে বাস করেন গ্রিকদের নরকের দেবতা প্লুটো। যার নিঃশ্বাসে বিষাক্ত বাতাস বের হয়। সেই গুহায় ঢোকা তো দূরাস্ত, পাশ দিয়ে গেলেই বিপদ ঘটতে পারে। শুধুই জনশ্রুতি নয়, এর প্রমাণ বারবার দেখা গেছে বলে দাবি সেখানকার বাসিন্দাদের।

বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনও অলৌকিক শক্তি কাজ করে না সেই গুহায়। তাদের দাবি, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার দরুণ এমন কাণ্ড ঘটে।

চলতি ফ্রেব্রুয়ারিতে প্রকাশিত আরকিওলজিক্যাল অ্যান্ড অ্যান্থ্রোপলজিক্যাল নামক জার্নালে জানা গেছে, সেই গুহার বাতাসে রয়েছে ৪ শতাংশ থেকে ৫৩ শতাংশ পর্যন্ত ভলক্যানিক কার্বন ডাই অক্সাইড। অন্যান্য গ্যাসের তুলনায় ভারী বলে নীচের দিকেই থাকে এই গ্যাস।

সম্প্রতি ওই গুহার পাশে কয়েকটি পাখির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বিজ্ঞানীদের অনুমান, ওই গুহা থেকে নির্গত হওয়া কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছে পাখিগুলি।

শেয়ার করুন

আপনার মতামত দিন