Sylhet View 24 PRINT

সাইকেল চালিয়ে অফিসে গেলেই আয়করে ছাড়!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৩ ১১:১৫:১২


পরিবেশ দূষণ কমানোর জন্য নেদারল্যান্ডসের জনসাধারণকে গাড়ি বা বাইকের বদলে সাইকেল চালানোয় উৎসাহ দিতে একাধিক প্রকল্প গ্রহণ করেছিল সে দেশের সরকার। এর জন্য শুধুমাত্র সাইকেল চালানোর জন্য একাধিক রাস্তাও বিশেষভাবে তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন তাঁরা। সাইকেল পার্ক করা এবং সাইকেলের সুরক্ষার জন্যেও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবার তার থেকে আরও একধাপ এগিয়ে সাইকেল ব্যবহারকারীদের জন্য আয়করে ছাড় দেবার কথাও ঘোষণা করা হল সে দেশের সরকারের পক্ষ থেকে।

সম্প্রতি একটি বিবৃতিতে জানানো হয়েছে যে যদি কোন ব্যক্তি তাঁর কর্মস্থলে যাওয়ার সময় সাইকেল ব্যবহার করেন তা হলে প্রতি কিলোমিটারে তাঁকে ০.২২ ডলার আয়করে ছাড় দেয়া হবে। তবে শুধুমাত্র কর্মস্থলে যাওয়ার সময় সাইকেল ব্যবহার করলেই এই সুবিধা পাওয়া যাবে; ব্যক্তিগত কোন কাজে কোথাও যাওয়ার জন্য নয়। এই মর্মে ইতিমধ্যেই সমস্ত অফিস-কাছারিতে নোটিশও পাঠিয়েছে সেই দেশের সরকার।
দেশের পরিবেশের স্বাস্থ্য রক্ষায় ডাচ সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশ-বিদেশের পরিবেশবিদ ও পরিবেশকর্মীরা।

সিলেটভিউ ২৪ডটকম/১৩মার্চ ২০১৯/মিআচ

সৌজন্যে: বিডি প্রতিদিন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.