Sylhet View 24 PRINT

এটিএম থেকে চুরি করেও টাকা ফেরত দিল চোর, কিন্তু কেন?‌

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৫ ০১:০৪:২২

চোরের কাজই হল চুরি করা। কিন্তু কখনও শুনেছেন চোর চুরি করেও সেই টাকা ফেরত দিয়ে দিচ্ছে। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চীনে। যেখানে এক নারীর থেকে টাকা চুরি করেও, শেষপর্যন্ত তার টাকা ফেরত দিয়ে দিল চোর।

গোটা ঘটনাটি ধরা পড়ে এটিএম'র সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। সেটিতে দেখা গেছে, লি নামে এক নারী আইসিবিলি ব্যাংকের এটিএম থেকে টাকা তুলছেন। সেই সময় সেখানে উপস্থিত হয় ওই চোর। অস্ত্র দেখিয়ে নারীকে ভয় দেখায় এবং টাকা দাবি করে। প্রাণের ভয়ে ওই চোরের হাতে ২৫০০ ইয়ান দিয়ে দেন লি। এরপরই চোরটি নারীর অ্যাকাউন্ট ব্যালান্স দেখতে চায়।

কিন্তু সেটি দেখার পরই বদলে যায় চোরের মন। দেখা যায়, ওই নারীর অ্যাকাউন্টে কোনো টাকাই অবশিষ্ট নেই। শেষপর্যন্ত দয়া করেই ওই নারীর টাকা ফিরিয়ে দেয় চোর। খবরটি সামনে আসতেই অনেকেই চোরের প্রশংসা করলেও, প্রশাসন কিন্তু কড়া হাতেই ব্যবস্থা নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে গ্রেফতার করে পুলিশ।‌‌‌

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.