আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক, বৈঠকে কমিটি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৩ ১২:৩০:৪১


সিলেটভিউ ডেস্ক :: শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্ক এড়াতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে শনিবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিলো, ওই দিন চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে মসলিমু রুইয়াতিল হিলাল নামে একটি সংগঠনের দাবি সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সৌজন্যে:  বাংলানিউজ ২৪

সিলেটভিউ ২৪ডটকম/১৩ এপ্রিল ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন