আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

৪০০ বছরের পুরনো আঙুলের ছাপের দাম ৬৬ কোটি টাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-২০ ১৩:৩২:১৫


সিলেটভিউ ডেস্ক :: মানুষের আঙুলের ছাপ ইউনিক। অর্থাৎ এক জনের সাথে আরেকজনের ছাপের কোনো মিল পাওয়া যাবে না।

সম্প্রতি এমনই একটি আঙুলের চাপের দাম উঠেছে ৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৬৬ কোটি ৯০ লাখ টাকা।

জানা যায়, আঙুলের চাপটি মিলেছে ৪০০ বছরের পুরনো এক প্রতিকৃতিতে। বিশেষজ্ঞদের দাবি, এই আঙুলের ছাপটি যদি স্বয়ং চিত্রকরের হয়ে থাকে তাহলে তা চড়ামূল্যে বিক্রি হবে।

ওলন্দাজ শিল্পী রেমব্রান্টের (১৬০৬-১৬৬৯) আঁকা একটি ছবিতে রংয়ের স্তরের নিচে এমন ভেবে এই ছাপটি রয়েছে যে, এত দিন তা বোঝা যায়নি। ‘স্টাডি অফ আ হেড অফ আ ইয়ং ম্যান’ নামের ওই প্রতিকৃতি ঘিরে তাই এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে শিল্পরসিক মহল।

বিশেষজ্ঞদের অনুমান, এই আঙুলের ছাপটি স্বয়ং রেমব্রান্টের হওয়াই স্বাভাবিক। যুগান্তকারী শিল্পীর এই ছাপ ছবিটিকে অমূল্য করে তুলেছে। খুব শিগগির এই ছবি লন্ডনে নিলামে তোলা হবে।

এই ‘আবিষ্কার’কে রীতিমতো চাঞ্চল্যকর বলছেন শিল্পরসিকরা। কারণ এর আগে আর কোনো ছবিতে রেমব্রান্টের আঙুলের ছাপ পাওয়া যায়নি।


সৌজন্যে: সময়

সিলেটভিউ ২৪ডটকম/২০ এপ্রিল ২০১৯/মিআচ

শেয়ার করুন

আপনার মতামত দিন