আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

পৃথিবীর সবচেয়ে লম্বা কেক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২০ ১৪:৪৩:৫৮

সিলেটভিউ ডেস্ক :: পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরি করেছে ভারতের কেরালার ত্রিশূর জেলার একটি বেকারি প্রতিষ্ঠান। গত সপ্তাহে ওই বেকারিতে তৈরি করা হয় সাড়ে ৬ কিলোমিটার লম্বা একটি কেক। কেকটি তৈরিতে কাজ করেছেন দেড় হাজারের মতো শেফ। কেকটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। 

এত বিশাল আকারের কেকটি বানানোর জন্য তারা বেছে নেন ত্রিশূরের রাস্তা। সেখানে সারি সারি টেবিল দাঁড় করিয়ে ওপর বসানে হয় চকলেটের প্রতিটি স্তর। প্রায় ৬০ হাজার পাউন্ডের কেকটি চার ইঞ্চির প্রশস্ত এবং পুরু ভ্যানিলা স্বাদের কেকটি হয়তো গিনেস বুকে অতি শিগগির নাম লেখাতে যাচ্ছে।

দেড় হাজার শেফ চার ঘণ্টা একসঙ্গে কাজ করে তৈরি করেছে এই কেকটি। কেকটিতে চিনি এবং ময়দা দেয়া হয়েছে ১২ হাজার কিলোগ্রামের মতো।

বেকার্স অ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত এই ইভেন্টটি দেখতে ভিড় জমাচ্ছেন অনেক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে কেকটিকে ৬ হাজার ৫০০ মিটার হিসেবে বিবেচনা করছে। এর আগে ২০১৮ সালে চীনের জিসে বেকারি প্রতিষ্ঠানটি ৩.২ কিলোমিটার দৈর্ঘ্যরে ফ্রুটকেকটি নাম লিখিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ডে।

সৌজন্যে : ইন্টারনেট

সিলেটভিউ২৪ডটকম/২০ জানুয়ারি ২০২০/আরএইচডি/মিআচৌ 

শেয়ার করুন

আপনার মতামত দিন