আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

যে দুইদিন দেখা যাবে ব্লু-মুন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-২০ ০০:১০:৪৪

সিলেটভিউ ডেস্ক :: আগামী ১ এবং ৩১ অক্টোবর আঁধার কালো আকাশের বুকে দেখা যাবে ব্লু-মুন বা নীল চাঁদ। বিজ্ঞানীর বলছেন, অক্টোবর মাসে দু’টি পূর্ণিমা হবে আর তাই দেখা যাবে নীল চাঁদ।

পুরো বিশ্বের সর্বত্র একসঙ্গে এমন নীল চাঁদ দেখার এই ঘটনাটি ঘটবে মাত্র দ্বিতীয়বারের মতো। এর আগে ১৯৪৪ সালে প্রথমবারের মতো সর্বত্র এমন ব্লু মুন দেখা গিয়েছিল।

তবে পৃথিবীর নির্দিষ্ট কিছু স্থান থেকে আংশিকভাবে আরও কয়েক দফা ব্লু মুন দেখা গিয়েছিল। ২০০১ সালে সর্বশেষ এমনটা হয়েছিল। সাধারণত ১৯ বছর পর পর পৃথিবীবাসী ব্লু মুন দেখার সুযোগ পায়। সেই হিসেবে এবার ২০২০ সালে আবারো এসেছে ব্লু মুন।

সিলেটভিউ২৪ডটকম/২০ সেপ্টেম্বর ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন