আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিজ্ঞাপনের পরিবর্তে বিলবোর্ডে পর্নো!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৬ ০০:১৯:১৫

পর্নো নিষিদ্ধ নয় বলে সবচেয়ে বেশি পর্নো দেখার তালিকায় উপরের দিকে দেশটির নাম। এবার চীনের ইয়ানঝু'র নিংবো এলাকায় দেখা গেল প্রকাশ্য রাজপথে জায়ান্ট স্ক্রিনে চলছে পর্নো!‌ তাও আবার সকালে অফিসের ব্যস্ততার সময়ে। নিংবো'র একটি শপিং মলের পাশে জায়ান্ট স্ত্রিনে হঠাৎ পর্নো দেখানো শুরু হয়। অভাবনীয় এই দৃশ্য দেখে কেউ থমকে দাঁড়িয়ে যান। কেউ আবার মুখ ফিরিয়ে পাড়ি দেন গন্তব্যের দিকে। কিন্তু কেন এমন বিপত্তি।

জানা গেছে, জায়ান্ট স্ক্রিনটি ঠিকমতো কাজ করছে কী না, সেটা খতিয়ে দেখছিল রক্ষণাবেক্ষণ সংস্থার একজন কর্মী। জায়ান্ট স্ক্রিনের সঙ্গে ল্যাপটপ লাগিয়ে সেটা পরীক্ষা করছিলেন তিনি। আর সেই ল্যাপটপেই ছিল পর্নো। ল্যাপটপটি প্লাগ-ইন করে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে ওই কর্মী। আর এতেই জায়ান্ট স্ক্রিনে বিজ্ঞাপনের বদলে চালু হয়ে যান পর্নো ছবি। বিষয়টা কর্তৃপক্ষের নজরে আসতে সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয়। একই সঙ্গে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয় থানায়। পুলিশ ওই কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যদিও কর্মীর দাবি, পুরো বিষয়টাই তার অনিচ্ছাকৃত।

শেয়ার করুন

আপনার মতামত দিন