আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘যতবার মিনি স্কার্টে থাই দেখাবে, ততবার ঝাঁপাব!’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৮ ০০:২৬:৪৮

বর্ষবরণের রাতে ভারতের বেঙ্গালুরুতে গণশ্লীলতাহানির ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে দেশব্যাপী। নারীদের উপর বর্বর আচরণের নিন্দায় সমাজের সব মহলের মানুষ সোচ্চার হয়েছেন।

এই ঘটনায় আবার অনেক রাজনৈতিক নেতা ‘নারীদের ছোট পোশাক’কে দায়ী করেছেন। রাজনৈতিক নেতাদের এমন মন্তব্যের প্রতিবাদে একের পর এক পোস্ট হয়েছে সোশাল মিডিয়ায়।

কিন্তু, শুধু রাজনৈতিক নেতারাই নন, বেঙ্গালুরুর ঘটনায় নারীদের দোষ দেখছেন অনেকেই। চমকে দেওয়া এই তথ্য মিলেছে এক ইউটিউব ভিডিও-তে।

‘Prank Baaj’ নামের একটি গ্রুপের ইউটিউব ভিডিওতে উঠে এসেছে এই ভয়ঙ্কর সত্য। যেখানে বেঙ্গালুরুর ঘটনার জন্য \'নারীদের পোশাক ও রাতে বাইরে বেড়ানো’কে দায়ী করছেন অধিকাংশ।

কেউ কেউ তো \'তালিবান\' নারীদের সঙ্গে যা করে, তাকেও সমর্থন করে বলেছেন, ‘ভারতেও এমন হওয়া উচিত। ’ কেউ আবার কটাক্ষ করে বলেন, ‘ঘরে তালা না থাকলে, তো চুরি হবেই। ’

আবার কেউ কেউ বলেন, ‘যতবার মিনি স্কার্টে থাই দেখাবে, ততবার ঝাঁপাব!’

তবে সংখ্যায় কম হলেও ভিডিওতে ‘সুবুদ্ধিসম্পন্ন’দেরও দেখা মিলেছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন