আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

আরশোলার দাপাদাপিতে বন্ধ হাসপাতালের অস্ত্রোপচার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ০০:৩৭:১০

৪৫ বছরের রোগীর অস্ত্রোপচার করছিলেন ডাক্তার সঞ্জয় বরনওয়াল৷ নাম করা অর্থোপেডিক সার্জন তিনি৷ তাও প্রায়ই আসেন থানে মিউনিসিপাল কর্পোরেশনের অধীনে থাকা ভারতের শিবাজি মহারাজ হাসপাতালে৷ যাতে দরিদ্র-দুঃস্থ মানুষগুলিও ভাল চিকিৎসা পেতে পারেন৷

কিন্তু এক অস্ত্রোপচার করতে গিয়ে হঠাৎ থমকে গেলেন তিনি৷ কারণ তার চোখ পড়ল অপারেশন থিয়েটারে অবাধে ঘুরে বেড়ানো আরশোলাটির দিকে৷

নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না সঞ্জয় বরনওয়াল৷ কিভাবে একটি হাসপাতাল এত বেশি নোংরা থাকে৷ এই অভিযোগ তিনি আগেও বহুবার করেছেন কর্তৃপক্ষকে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ যেখানে-সেখানে নোংরা পড়ে থাকা, নোংরা মাটিতে রোগীদের পড়ে থাকা৷ এই দৃশ্যগুলি এখন বলা যায় সহ্যই হতে চলেছিল তার৷

কিন্তু অপারেশন থিয়েটারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে আরশোলাকে ঘুরে বেড়াতে দেখে চমকে ওঠেন তিনি৷ অস্ত্রোপচার থামিয়ে মোবাইল হাতে আগে তুললেন ছবি৷ যাতে এই দৃশ্য দেখানো যায় বধির হাসপাতাল কর্তৃপক্ষকে৷ সরকারি হাসপাতালে দুর্দশার ঘটনা নতুন কিছু নয়৷ সারা দেশেই প্রায় একই হাল অভিমত অনেকেরই৷

শেয়ার করুন

আপনার মতামত দিন