আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

টিভির রিমোট চুরির অপরাধে ২২ বছরের কারাদণ্ড!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-১২ ০০:৩৮:২৪

এরিক ব্রামওয়েল নামক এক চোরকে আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার অপরাধ টেলিভিশনের রিমোট কন্ট্রোল চুরি। তবে একটি নয়, তিনি চুরি করেছেন বহু রিমোট কন্ট্রোল। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। এরপর আদালত তাকে ২২ বছরের কারাদণ্ড দেয়। 

মেইল অনলাইন জানিয়েছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগোর এক আদালত এই রায় জানায়। ৩৫ বছর বয়সী এরিক ব্রামওয়েল চুরি ছাড়া আর কিছু করেন না। তবে এরিক একজন পেশাদার চোর। তিনি একাধিক চুরির মামলার আসামি। তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর যে অভিযোগ তা হল, তিনি আইন ও আদালতের তোয়াক্কা করেন না।

এর আগেও তিনি আটক হয়েছেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন প্রত্যেকবার। কিন্তু আদালতের নির্দেশের প্রতিও কোনো শ্রদ্ধা দেখাতেন না তিনি। আর পুলিশের চোখ ফাঁকি দিয়ে চুরির সঙ্গে তো জড়িত ছিলেনই।

অ্যাটর্নি রবার্ট বার্লিন বলেন, ‘বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্রামওয়েল। অবশেষে তাঁকে ধরা হয়েছে। ব্রামওয়েল কী চুরি করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, ক্রমাগত সে আইন ও আদালতকে অসম্মান করছে সেটা বড় বিষয়। ’

শেয়ার করুন

আপনার মতামত দিন