আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

চাকরি খুইয়ে আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৪ ০১:১৩:৫০

চাকরি খুইয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের একটি আগ্নেয়গিরিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মার্কিন নাগরিক। লিও এদোনিস নামের ওই ৩৮ বছর বয়সী মার্কিনী তার ব্যাকপ্যাকে এ বিষয়ে একটি নোটও লিখে যান। পরে হাওয়াই দ্বীপে হাইকিংয়ের জন্য আসা অন্যরা সেই ব্যাগ এবং চিঠিটি খুঁজে পান।

হাওয়াই ভলকানোজ ন্যাশনাল পার্কের এক মুখপাত্র জানান, আত্মহত্যার একদিন পর তার মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারীরা। গত রবিবার হেলিকপ্টারের মাধ্যমে কিলোয়া কালদেরা নামক এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধারও করা হয়।

লিও এদোনিসের বাবা জন মাইকেল জানান, লিও এদোনিস ক্যালিফোর্নিয়ার সান রাফায়েলের ‘হোল ফুডস’ এ কাজ করতো। সম্প্রতি তার ছেলে চাকরিচ্যুত হয়েছিল। এছাড়া গত চার-পাঁচ বছর তার ছেলে কিছু আবেগঘটিত সমস্যার মধ্য দিয়েও যাচ্ছিল।

শেয়ার করুন

আপনার মতামত দিন