আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

পৃথিবীর সবচেয়ে সক্রিয় এবং আলসে দেশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৪ ০১:১৪:০৮

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘ গবেষণার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে সক্রিয় এবং আলসে দেশের একটি তালিকা প্রকাশ করেছেন। স্মার্টফোন থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে মার্কিন বিজ্ঞানীরা এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। যাতে বলা হয়েছে কোন দেশের লোক শারীরিকভাবে কতটা সক্রিয়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষণায় ৬ কোটি ৮০ লাখ দিনের সমান, মিনিট ধরে ধরে ডেটা বিশ্লেষণ করা হয়েছে। যাতে বলা হয়েছে গড়ে পৃথিবীতে মানুষ দিনে ৪ হাজার ৯৬১টি পদক্ষেপ নেয়।

এর মধ্যে হংকংয়ের মানুষ গড়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেয়। তারা দিনে ৬ হাজার ৮৮০বার পা ফেলে। মানে তারা পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয়।

আর বিপরীতে র‍্যাংকিংয়ের একেবারে নিচে আছে ইন্দোনেশিয়া। সে দেশের মানুষ গড়ে দিনে মাত্র ৩ হাজার ৫১৩টি পদক্ষেপ নেয়। মানে তারা সবচেয়ে বেশি আলসে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

আপনার মতামত দিন