আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

পুরুষদের নগ্ন করে বিজ্ঞাপন তৈরি, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১০-১৩ ০১:২০:১২

বিজ্ঞাপনে নারীর শরীরকেই পণ্য করে তোলা হয়। এমন অভিযোগ নতুন নয়। এবার বিপরীত যৌনতার ছোঁয়া এক বিজ্ঞাপনে। যেখানে স্যুট পরিহিতা নারীদের পিছনে নগ্ন করা হয়েছে পুরুষদেরই। তাদের পরিচিতি অবশ্য ফাঁস করা হয়নি। তবে পরিকল্পিতভাবে পণ্য করে তোলা হয়েছে নগ্ন পুরুষ শরীরকেই।

সুইসস্টুডিও নামে এক পোশাক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপন এটি। নারীদের জন্য স্যুট তৈরি করে এই সংস্থা। তাদেরই এই অভিনব বিজ্ঞাপনে এখন ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এ পর্যন্ত নারীর শরীরকেই বিজ্ঞাপনে পণ্য করে তোলা হয়েছে। কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছে সুইসস্টুডিও সংস্থার বিজ্ঞাপন।

এই বিজ্ঞাপনেও যৌনতাকেই পণ্য করে তোলা হয়েছে, তবে এখানে বেছে নেওয়া হয়েছে পুরুষশরীরকে। গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে কোনও পুরুষেরই মুখ দেখানো হয়নি। অর্থাৎ পরিচিতি এখানে জরুরি নয়। শুধু পণ্য করা হয়েছে তাদের নগ্ন শরীরকে। সংস্থার ট্যাগলাইন, #NOTDRESSINGMEN, একই সঙ্গে দুটি অর্থ বহন করছে।

বিজ্ঞাপনের দুনিয়ায় তো বটে নেটদুনিয়াতেও এ নিয়ে তুমুল বিতর্ক। কোনও কোনও মহলের বক্তব্য, সেই নগ্নতাকেই যখন পণ্য করে তোলা হল, তখন স্টিরিওটাইপ ভাঙল কোথায়। এ তো চোখের বদলে চোখ তত্ত্বেরই নামান্তর মাত্র। 

অন্যদিকে আরেক মহলের জোরাল দাবি, নারীর শরীরকে যখন এতদিন উন্মুক্ত করা হত তখন তো কোনও প্রতিরোধ ছিল না। সকলেরই তা চোখ সওয়া হয়ে গিয়েছিল। এখন পুরুষকে নগ্ন করা হল বলেই এত বিতর্ক। বিতর্ক যদি হয়েই তাকে তবে নগ্নতাকে পণ্য করে তোলা নিয়ে গোড়া থেকে প্রতিবাদ করা হোক। আপাতত এই মন্তব্য ও পালটা মন্তব্যেও সরগম নেটদুনিয়া।

শেয়ার করুন

আপনার মতামত দিন