Sylhet View 24 PRINT

অস্ট্রেলিয়া বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১৫ ১০:০৮:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানে বিরুদ্ধে সাজানো ফরমায়েশী রায়ের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ রবিবার (১৪ অক্টোবর) সিডনির রকডেলস্থ পালকি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী স্বপন, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা ও সাবেক আহবায়ক মো. দেলোয়ার হোসেন। বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদকএএনএম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্টেলিয়ার সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি ইয়াসির আরাফাত সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শামাদ শিবলু। প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন, যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি এস এম খালেদ, সাধারন সম্পাদক মোহাইমেন খান মিশু, নিউসাউথ ওয়েলস বিএনপির সভাপতি অনুপ আন্তনী গোমেজ,যুবদলের সাংগঠনিক সম্পাদক জাবেল হক জাবেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুমান হোসেন, মো. আমজাদ খান, আনিসুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল করিম, মো. দিলোয়ার হোসেন, পংকজ বিশ্বাস, মো. জাহেদ আবেদীন, মো. শাহাবুর রহমান, মো. হাবিব মিয়া, আমিনুল ইসলাম, নূর মোহাম্মদ।

মো. দেলোয়ার হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নামে লাখ লাখ মামলা দেয়ার একটাই উদ্দেশ্য। সেটা হলো আবারও বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা। বিনা ভোটে গায়ের জোরে যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা। মূলত সরকারের অলিখিত বাকশালকে প্রতিষ্ঠা করতেই বিএনপি নেতাকর্মীদের নামে ভুতুড়ে মামলা দেয়া হচ্ছে।

লিয়াকত আলী স্বপন বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে কেউ ন্যায়বিচার আশা করে না মন্তব্য করে বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, যে দেশে প্রধান বিচারপতি নিজে বিচার পাননি, সে দেশে অন্যান্য নাগরিক সুবিচার পাবেন এটা আশা করা অত্যন্ত কষ্টকর। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার বই-এ লিখেছেন, যে দেশে আমি প্রধান বিচারপতি হয়ে বিচার পাইনি সে দেশে সাধারণ মানুষ বিচার পাবে সেটা আমি আশা করি না।

সভাপতির বক্তব্যে মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, আওয়ামীলীগ জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে আগামী দিনে আরেকটি একতরফা নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজানো মামলায় সাজা দিয়েছে কিন্তু রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই ফরমায়েসি রায় প্রত্যাখ্যান করছি। জাতির দুর্ভাগ্য এই, সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আদালতকে ব্যবহার করে আরেকটি মন্দ দৃষ্টান্ত স্থাপন করলো। যেমনটি করেছে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদন্ড দিয়ে। আমরা সরকারের এহেন প্রতিহিংসামূলক আচরণ ও আদালতের মাধ্যমে তা কার্যকর করার নোংরা কৌশল সজাগ হয়ে অনির্বাচিত এ সরকারকে হটিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশে বিদেশে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সহ সকলের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহবান জানাচ্ছি।

সিলেটভিউ২৪ডটকম/১৫ অক্টোবর ২০১৮/ প্রেবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.