আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের অমর একুশে উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৫ ১৩:৩১:০৫

সোহেল চৌধুরী, ভিয়েনা, অস্ট্রিয়া :: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা  হয়েছে। ২১ ফেব্রুয়ারি কর্মদিবস থাকায় ২৩ ফেব্রুয়ারি শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভিয়েনায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেছে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব। নগরীর ভিয়েনা লারনিং সেন্টারে শীতার্ত সন্ধ্যায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান সাহেব।

অমর একুশের আলোচনা অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ২০ ফেব্রুয়ারি ওয়াহেদ ম্যানশনের অগ্নিকাণ্ডে নিহত হওয়া সকলের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাধারণ সম্পাদক মীর সালাউদ্দিন তরুন সাহেবের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মো. আবিদ হুসেন খাঁন তপন, সহসভাপতি মোহাম্মেদ শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক হাসান তামিম, ক্যাশিয়ার মোহাম্মেদ আনিসুজ্জামান ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গের ঘটনা পৃথিবীতে বিরল। তাঁদের আত্মোৎসর্গের ঘটনা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।এবং নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা ও বাংলা সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য ভিয়েনায় একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করার ইচ্ছা ব্যক্ত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ ফেব্রুয়ারি ২০১৯/সোচৌ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অস্ট্রেলিয়া খবর

  •   অস্ট্রেলিয়ায় উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত
  •   যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকারে গিয়ে ২ বাংলাদেশীর সলিল সমাধি
  •   জিয়া শিশু কিশোর মেলা অস্ট্রেলিয়া শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়া যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  •   অস্ট্রেলিয়ায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়ার তাসমেনিয়া প্রবাসীদের বসন্ত ও জমকালো পিঠা উৎসব
  •   অস্ট্রেলিয়ায় মারা গেলেন সাংবাদিক ফজলুল বারীর ছেলে
  •   বিএনপি নেতা জাহিদুরের পিতার মৃত্যুতে বিএনপি ও জাসাস অস্ট্রেলিয়ার শোক
  •   শফিউল বারীর মৃত্যুতে জাসাস অস্ট্রেলিয়ার ভার্চুয়াল দোয়া মাহফিল