Sylhet View 24 PRINT

সিডনিতে জালালাবাদ এসোসিয়েশনের পিকনিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২৪ মার্চ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-১৭ ১৬:৫৬:৩৭

অস্ট্রেলিয়া প্রতিনিধি :: সিডনি তথা সমগ্র অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রায় তিন সহস্রাধিক সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া। এটি একটি সামাজিক সংগঠন। সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বিধৌত সিলেট বিভাগের চারটি জেলা-সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট, তথা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত অঞ্চল নিয়েই জালালাবাদ এলাকা। এ এলাকার প্রবাসী জনগোষ্ঠীর সংগঠন জালালাবাদ এসোসিয়েশন।

জালালাবাদের মূল উদ্দেশ্য জাতীয় অগ্রযাত্রার সাথে সাথে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ট লক্ষ্যে অগ্রসর হওয়া। বিশেষ করে শিক্ষা ও সিলেটি সংস্কৃতিতে। সেই উদ্দেশ্য সামনে রেখে আগামী ২৪ মার্চ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে বসবাসরত সিলেটি কমিউনিটির এইচএসসি উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের সংর্ধনার আয়োজন করা হয়েছে। একই সাথে সিলেটি কমিনিউনিটির সম্মানে পিকনিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৪ মার্চ দুপুর ১২টায় ক্রীড়া প্রতিযোগিতা, বেলা আড়াইটায় মধ্যাহ্নভোজন, বিকাল ৩টায় সংবর্ধনা অনুষ্ঠান, সাড়ে ৩টায় পুরস্কার বিতরণ, বিকাল ৪টায় র‌্যাফেল ড্র। কার্স পার্কে সকাল সাড়ে ১১টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ মার্চ ২০১৯/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.