Sylhet View 24 PRINT

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-১৩ ১৮:৪১:৩২

শাহাব উদ্দিন শিহাব, সিডনি, অস্ট্রেলিয়া :: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী পিটার ডটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ করে গলায় ব‍্যথা অনুভব করলে ভাইরাসটির জন্য পরীক্ষা করেন।

বিকেলে কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগ তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।

শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা ধারণা করছেন মিস্টার ডটন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভাইরাসটি গ্রহণ করেছেন, যেখানে তিনি ইভানকা ট্রাম্প এবং ট্রাম্প হোয়াইট হাউজের অনেক সিনিয়র সদস্যের সাথে সাক্ষাৎ করেছিলেন।

শুক্রবার পর্যন্ত দেশটিতে ১৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় তিন জন মারা গেছেন।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে পাঁচ শতাধিক মানুষের জনসমাগম নিষিদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিনসন।

এদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী। তারাও কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৩৪ হাজার ৬৭৯ মানুষ, মারা গেছেন ৪ হাজার ৯৭৩ জন।

এছাড়া, ৬৯ হাজার ১৪২ রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৩ মার্চ ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.