Sylhet View 24 PRINT

প্যারিসে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত 'বাংলাদেশ প্রতিদিন'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১২ ০০:৫৭:৩৩

ফ্রান্সে প্রবাসীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকাটির ইউরোপ সংস্করণ'র ফ্রান্সে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ কর্মী ও শুভানুধ্যায়ীরা ছুটে আসেন তাদের ভালোবাসার প্রিয় এ দৈনিকের ইউরোপের এ অগ্রযাত্রাকে শুভেচ্ছা জানাতে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে এ উপলক্ষ্যে কমিউনিটির বিশিষ্টজনদের সাথে নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুলের পরিচালনায় ও প্যারিস বাংলা প্রেসক্লাব সহসভাপতি ও নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখনজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ও ফ্রান্সের সর্বোচ্চ পদকপ্রাপ্ত বাংলাদেশি ডক্টর মাহমুদ শাহ কোরেশী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরী মো. হযরত আলী খান,কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ সমন্বয় কমিটির সভাপতি সুনাম উদ্দিন খালিক, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, ফ্রান্সভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফ্রান্স-বাংলা সেন্টার ফর কম্যুনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এফবিসিসিডি) সভাপতি সিনিয়র সাংবাদিক ফারুক নওয়াজ খান, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক লুতফুর রহমান বাবু, চ্যানেল আই প্রতিনিধি এম এ হাসেম, ফ্রঁসে আভেক রাব্বানীর পরিচালক কৌশিক রাব্বানী, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) পরিচালক এম ডি নূর, ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান, শাহজালাল স্পোর্টিং ক্লাব সভাপতি ফয়সল উদ্দিন, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদশ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আজাদ মিয়া, বাংলাদেশ ক্রিকেট ক্লাব ফ্রান্সের সভাপতি আজিজুল হক সুমন, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু, ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ার, এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক শাহ সোহেল, সাংবাদিক নাজমুল কবির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, সদস্য নাজমুল হক, প্রামাণ্যচিত্র নির্মাতা আজিমুল হক খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যাপি প্রিন্ট মিডিয়া যখন এক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে  ঠিক তখনই ইউরোপে নতুন করে প্রিন্ট ভার্সনে পএিকা প্রকাশ করে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ সাহসিকতার পরিচয় দিয়েছে। দৈনিক ‘বাংলাদেশে প্রতিদিন’ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ভূমিকা রাখছে।

এ সময় দেশ সেরা জাতীয় এ দৈনিকটির সাফল্য এবং ইউরোপের পথচলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আমন্ত্রিতরা।

এ সময় অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কেক কেটে এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ইউরোপ সংস্করণের মোড়ক উম্মোচন করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.