আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীদের সম্মানে ফ্রান্সে রাষ্ট্রদূতের সংবর্ধনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-২৩ ১০:৪৩:১৯

এনায়েত সোহেল, ফ্রান্স থেকে :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর রবিবার রাষ্ট্রদূতের সরকারি বাসভবন ‘বাংলাদেশ ভবন’-এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী হিন্দু ধর্মালম্বী স্বপরিবারে অংশগ্রহণ করেন।

নারী-পুরুষ, শিশু-কিশোর, নবীন-প্রবীনসহ শতাধিক প্রবাসির উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি এক পর্যায়ে উপস্থিত সকলের প্রাণের মেলায় পর্যবসিত হয়। পূজা-ভিত্তিক সংগঠনগুলো মান্যবর রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত কর্তৃক এ ধরণের সংবর্ধনা এই প্রথম বারের মত হওয়ায় এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তাঁরা ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁদের আবেগঘন অভিব্যক্তি ব্যক্ত করেন। অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি প্রবাসী নেতৃস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘ধর্ম যার যার - উৎসব সবার’-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাণী একদিকে যেমন পরধর্মসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে, অন্যদিকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার তাঁর দৃঢ় সঙ্কল্প আর অঙ্গীকার ব্যক্ত করে। রাষ্ট্রদূত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মালম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংবর্ধনা অনুষ্ঠানে সবান্ধবে এবং সপরিবারে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

সবশেষে অনুষ্ঠানে আগত অতিথিদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক ফ্রান্স খবর

  •   ওসমানী স্মৃতি পরিষদ ফ্রান্স শাখার আহবায়ক কমিটির অনুমোদন
  •   ফ্রান্স মহিলা দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
  •   বেলজিয়াম বিএনপির নেতা সাজার সুস্থতা কামনায় স্পেনে দোয়া মাহফিল
  •   দুবাগ ইউনিয়ন জনকল্যাণ সংস্থা ফ্রান্সের কমিটি গঠন
  •   ফ্রান্স বাংলা টাওয়ার ব্যবসায়ী গ্রুপের কমিটি গঠন
  •   প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির ঐক্যপ্রক্রিয়া ও কমিটি গঠন
  •   ফ্রান্সে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী পালন
  •   প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা
  •   ফ্রান্স আ.লীগের সভাপতির মৃত্যুতে স্পেন শাখার শোক
  •   ‘যুবলীগ ফ্রান্স শাখা নিয়ে ষড়যন্ত্র ত্যাগী কর্মীরা মেনে নিবে না’