Sylhet View 24 PRINT

প্যারিসের মাঠে গড়ালো ইউরোবাংলা প্রিমিয়ার লীগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-৩১ ১১:৪৯:১৯

আবু তাহির, ফ্রান্স :: প্যারিসের উপকণ্ঠ লাকরনভ মাঠে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে মাঠে গড়ালো ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির মধ্যে বৃহৎ ক্রিকেট আসর ইউরো বাংলা প্রিমিয়ার লীগ। ১১টি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা ও ফ্রান্সের বাংলাদেশী ক্রিড়ামোদীদের উপস্থিতিতে প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কাউন্সিলর শারমিন হক।

এসময় মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ফ্রান্স এর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারী।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১০টি ক্লাবের মধ্যে তুমুল প্রতিদ্বন্ধিতা ম্যাচে এসিসি ক্রিকেট ক্লাব, ক্রাক প্লাটুন ৭১, রাইজিং স্টার, তৃষ্ণা গ্রুপ, সার্সেল ক্রিকেট ক্লাব বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন বিসিসিপি সভাপতি আজিজুল হক সুমন, ও দেলোয়ার হোসেন।

টুর্নামেন্টে বেলুন উড়িয়ে উদ্ভোধনের পর কাউন্সিলর শারমিন হক ইবিপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন- ইউরোবাংলা প্রিমিয়ার লিগ ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের মূলধারার ক্রিকেট খেলায় সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে অভিমত জানান তিনি। হঠাৎ করে ফ্রান্সে বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্ট আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন ইউরোবাংলা ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামসুল ইসলাম।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.