Sylhet View 24 PRINT

প্যারিসে নাসের রহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-২৬ ১৪:২২:০৮

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স :: একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে প্যারিসে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্থানীয় গার দো নর্দের সুরমা রেষ্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী মৌলভীবাজার জেলার বিএনপি পরিবার এর আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় মৌলভীবাজার ও রাজনগরের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

ফ্রান্স বিএনপি নেতা জুমার রহমানের  সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল মুমিত রুমেলের পরিচালনায় সভায় অতিথি হিসেবে  বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম লিমন, ফ্রান্স বিএনপি নেতা হুসাম আহমদ অলি, শাহেদ আলী, জানু মিয়া, খলিলুর রহমান, খায়রুল ইসলাম, ওয়াসিম আহমদ, দুলাল আহমদ, চঞ্চল মিয়া, মশাহিদ আহমদ, রফিক মিয়া, ইয়াকুব মিয়া, জগলু মিয়া, ওলিউর রহমান, তকদির মিয়া, জাহিদ মিয়া, রহিম মিয়া, আলতাফ হোসেন, জলিল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সারা দেশে জোটের নেতাকর্মীদের ওপর হয়রানির মাত্রা বেড়ে গেছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, আক্রমণ, আহত ও হত্যা করা হচ্ছে। প্রতিনিয়ত ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা হয়রানি করা হচ্ছে। এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে অবনতি হয়েছে, তাতে নির্বাচন আদৌ অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।

বক্তারা প্রশাসন ও আওয়ামী লীগকে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচনে আসুন দেখা যাবে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে চায়?  ইনশাআল্লাহ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে এম নাসের রহমান ধানের শীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন।

বক্তারা এ সময় ফ্রান্স থেকে এম নাসের রহমানের নির্বাচনে সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সিলেটভিউ২৪ডটকম/২৬ ডিসেম্বর ২০১৮/এএইচএস/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.