আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

ভাষা দিবসে প্যারিসের রিপাবলিকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৩ ১৬:২২:৪১

প্যারিস সংবাদদাতা :: তৃতীয়বারের মত প্যারিসে কমিউনিটির সকল বিবেদ ভুলে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাঁধ ভাঙ্গা উচ্ছাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা। সকলের মিলিত কণ্ঠে একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি। শহীদ মিনারে ফুল দিতে আসেন অনেক বিদেশিরাও। শিশু থেকে বৃদ্ধ সবার হাতে হাতে ছিল ফুল। রিপাবলিকে শহীদ মিনার ও এর আশপাশ এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।

ঢাকা চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেইন রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। তারপর একে একে ফ্রান্সের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রায় শতখানেক সংগঠন এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় মান্যবর রাষ্ট্রদূত সম্মিলিত একুশ উদযাপনের প্রশংসা করে বলেন ফ্রান্স জুড়ে বাংলা ভাষার আওয়াজ প্রসারিত হয়েছে। সম্মিলিত উদ্যোগে একুশের ব্যাপকতা বাড়িয়ে তুলতে হবে একই সাথে সর্বস্তরে বাংলা প্রচলনের এবং ভাষা ও বর্ণমালা সংরক্ষণের দাবি জানান তিনি।

তিনি বলেন, ভাষা দিবসকে কেন্দ্র করে সম্মিলিত আয়োজন ফ্রান্সে শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গড়ে তুলবে।

এরপর একে একে বাংলাদেশ দূতাবাস প্যারিস, সম্মিলিত একুশ উদযাপন পরিষদ ফ্রান্স, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স আওয়ামী লীগ স্বমন্বয় কমিটি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স, জিয়ার সৈনিক ফ্রান্স, বাংলাদেশ এসোসিয়েশন, জাতীয় পার্টি ফ্রান্স, জাতীয় শ্রমিক লীগ, প্যারিস মহানগর আওয়ামী লীগ, সর্ব ইউরোপিয়ান যুবদল, ফ্রান্স যুবলীগ, ফ্রান্স ছাত্রলীগ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, প্যারিস বাংলা প্রেসক্লাব, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ।


সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০১৯/ডেস্ক/এমডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক ফ্রান্স খবর

  •   ওসমানী স্মৃতি পরিষদ ফ্রান্স শাখার আহবায়ক কমিটির অনুমোদন
  •   ফ্রান্স মহিলা দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
  •   বেলজিয়াম বিএনপির নেতা সাজার সুস্থতা কামনায় স্পেনে দোয়া মাহফিল
  •   দুবাগ ইউনিয়ন জনকল্যাণ সংস্থা ফ্রান্সের কমিটি গঠন
  •   ফ্রান্স বাংলা টাওয়ার ব্যবসায়ী গ্রুপের কমিটি গঠন
  •   প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির ঐক্যপ্রক্রিয়া ও কমিটি গঠন
  •   ফ্রান্সে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী পালন
  •   প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা
  •   ফ্রান্স আ.লীগের সভাপতির মৃত্যুতে স্পেন শাখার শোক
  •   ‘যুবলীগ ফ্রান্স শাখা নিয়ে ষড়যন্ত্র ত্যাগী কর্মীরা মেনে নিবে না’