আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

বানিয়াচংয়ে ঈদের জামাত কোথায় কখন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১৫ ১৫:২৯:১৮

বানিয়াচং প্রতিনিধি :: বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদুল ফিতর। আজ শুক্রবার চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসল্লীরা ওইদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
সারা দেশের ন্যায় বানিয়াচংয়ের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজানে এক মাস রোজা পালনের পর এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। ইতিমধ্যে বানিয়াচংয়ের প্রতিটি ঈদগাহ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে।
আবহাওয়া অনুকূল থাকলে বানিয়াচংয়ে ঈদের সবচেয়ে বড় জামাত কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এছাড়াও আদর্শবাজার ঈদগাহ, ২ নং রাজবাড়ী মসজিদ, জাতুকর্ণপাড়া ঈদগাহ, শরীফখানী ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুন ২০১৮/জউ/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন