Sylhet View 24 PRINT

হবিগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১০ ১৯:৫৫:১১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার বিকেলে জেলার পৌর শহরে অভিযান চালিয়ে নানা অভিযোগে এসব জরিমানা আদায় করা হয়।

এ সময় বেশ কয়েকটি সেলুন ব্যবসায়ীদের গ্রাহক হয়রানি না করতে হুশিয়ারি দেয়া হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিস্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিস্টির পেকেটের ওজন ২শ’ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অধিদফতরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১০ জানুয়ারি ২০১৯/কেএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.