আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মাতৃভাষা দিবসের র‌্যালিতেও টি-শার্ট প্রেমিক চুনারুঘাটের ওসি, ক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২১ ২২:২৩:৪৯

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামানের কর্মকান্ডেক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসী। পুলিশের পোশাক ব্যবহার না করে টি-শার্ট পড়ে নিয়মিত অফিস করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া মাসিক আইনশৃঙ্কলা সভাসহ সব ধরনের সরকারী সভা-সমাবেশে টি-শার্ট পরেই অংশগ্রহণ করেন তিনি। এমনকি ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র‌্যালীতেও অংশগ্রহণ করেন টি-শার্ট পড়েই। ওসি আজমিরুজ্জামানের এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ।

জানা যায়, ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি চুনারুঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মো. আজমিরুজ্জামান। যোগদানের পর থেকে দীর্ঘ দুইবছর কাটে ওই থানাতেই। অথচ দীর্ঘ দুই বছরের কর্মস্থলে প্রায় সময়ই পুলিশের পোষাক না পড়ে দায়িত্ব পালন করেত দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের। আবার অফিস সময়ে বিভিন্ন লোকজনের সাথে আড্ডা দিয়ে কাটে ঘন্টার পর ঘন্টা। শুধু তাই নয়, মাসিক আইনশৃঙ্খলা সভায়ও তিনি পুলিশের পোষাকের বদলে টি-শার্ট পড়েই অংশগ্রহণ করেন। বিভিন্ন দিবসের র‌্যালি, আলোচনা সভাসহ সরকারি সভা-সমাবেশেও তিনি পুলিশের পোশাকের পরিবর্তে টি-শার্ট পড়েই অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের র‌্যালিতে অংশগ্রহণ করেন টি-শার্ট গায়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সর্বস্তরের মানুষ। এতে করে ভাষা শহীদের প্রতি অসম্মান করার প্রশ্নও তুলেছেন সচেতনমহল। আইনের লোক হয়েও এভাবে আইন নষ্ট করা ও শহীদদের অসম্মান করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান অনেকেই।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন- ‘চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান যোগদানের পর থেকে পুলিশের পোশাক পড়ে অফিস করতে খুব একটা দেয়া যায়নি। প্রায় সময়ই তাকে টি-শার্ট পড়ে অফিসে বসে আড্ডা দিতে দেখা যায়। এমনকি মাসিক আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সরকারি কর্মকান্ডেও তাকে টি-শার্ট পরে অংশগ্রহণ করতে দেখা যায়।’

তারা বলেন- ‘অন্য সময়ের বিষয়টি নিয়ে আমরা কিছু বলতে চাই না। ভাষা দিবসে ওসি আজমিরুজ্জামান টি-শার্ট পড়ে র‌্যালীতে অংশগ্রহণ করেছেন এটা মেনে নেয়া যায় না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান- ‘সকালে একটি দূর্ঘটনা ঘটে। সেখান থেকে এসে দেরি হয়ে যাওয়ায় আমি পুলিশের পোশাক পড়তে পারিনি। তাই টি-শার্ট পড়েই র‌্যাললিত অংশগ্রহণ করি।’

মাসিক আইনশৃঙ্খলা সভায় টি-শার্ট পড়ে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন- ‘আমি সেদিন অসুস্থ ছিলাম। তাই টি-শার্ট পড়েই মাসিক আইনশৃঙ্খলা সভায় অংশ গ্রহণ করি। পুলিশের পোশাক সবসময় আমার গায়ে থাকে।’

সিলেটভিউ/২১ ফেব্রুয়ারি ২০১৯/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন