আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতির দাবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০২-২৬ ২২:১৮:২৯

হবিগঞ্জ প্রতিনিধি :: বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে হবিগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রæয়ারি) বিকেলে স্থানীয় আরডি হলে অর্গানাইজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন- কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, প্রকৌশলী এম এ মুমিন বুলবুল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী শামীম, তোফাজ্জল সোহেল, সিদ্দিকী হারুন, সাংবাদিক প্রদীপ দাস সাগর, মুক্তাদির ইবনে ছালাম, মোজাম্মেল হক বাবুল, প্রজেনজিৎ চৌধুরী শিবু, আশিষ আচার্য্য, মুক্তাদির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (২৭ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ ফেব্রুয়ারি ২০১৯/কেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন