আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

প্রথম বেতনের টাকা অসহায়দের বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৮ ২০:১৪:৪৯

সিলেট :: ৫০ জন অসহায়-হতদারিদ্রের মধ্যে জাতীয় সংসদের প্রথম মাসের প্রাপ্ত বেতন-বোনাস বিতরণ করলেন সাবেক মন্ত্রী প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর তনয় ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

শুক্রবার সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ৫০ জন অসহায়-হতদারিদ্র লোকদের মধ্যে জাতীয় সংসদের প্রথম মাসের প্রাপ্ত বেতন বোনাস বিতরণ করেন তিনি।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন এমপি হিসাবে যে বেতন বোনাস পাবেন অসহায় মানুষের মধ্যে বিতরণ করবেন। সেই প্রতিশ্রুতি অনুয়ায়ী বেতন বোনাসের এক লক্ষ টাকা গরিব হত দারিদ্রদের মধ্যে বিতরণ করে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, এমপির ছোট ভাই গাজী মো. আশফাক নাহেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ফাহিমা চৌধুরী মনি, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মোহিত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিন্টু রায় প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/০৮ মার্চ ২০১৯/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন