Sylhet View 24 PRINT

সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে হবিগঞ্জের ব্যারিস্টার সুমনের অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ১৭:৩১:০৩

নিজস্ব প্রতিবেদক :: ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেছেন ফেসবুকে লাইভ করে দেশব্যাপী আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমনের বাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের চুনারুঘাটে।  সোমবার ঢাকাস্থ সাইবার ট্রাইব্যুনালে তিনি এ অভিযোগ দায়ের করেন।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির পর থানায় অভিযোগ দিতে গেলে তার বক্তব্য ভিডিও করেন ওসি। ভিকটিমের বক্তব্য ভিডিও করা এবং তা প্রচারের অভিযোগ এনে ব্যারিস্টার সুমন এই মামলাটি দায়ের করেন।

নুসরাতের পরিবারকে আইনী সহযোগিতা না করার অভিযোগে ইতোমধ্যে মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

নুসরাত জাহান রাফির মৃত্যুর পর থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। গত ২৭ মার্চ অধ্যক্ষ কর্তৃক যৌন হয়রানির পর থানায় অভিযোগ দিতে যায় নুসরাত। তখন নুসরাতের বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে ভিডিওটি ভাইরাল করেন ওসি।

ভিডিওতে দেখা যায়, থানার ওসি মোয়াজ্জেম হোসেনের সামনে অঝোরে কাঁদছেন নুসরাত। আর সেই কান্নার ভিডিও করছিলেন ওসি নিজেই। কান্নার সময় দু’হাত দিয়ে নুসরাত তার মুখ ঢেকে রাখলে মুখ থেকে হাত সরাতে বলছেন ওসি। তিনি ধমক দিয়ে বলছেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে।’

মামলায় অভিযোগ করা হয়েছে, ওসি মোয়াজ্জেম অনুমতি ছাড়া নিয়মবহির্ভূতভাবে নুসরাতকে জেরা করেন এবং তা ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৫ এপ্রিল ২০১৯/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.