আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ১৭:০৯:২৭

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

‘স্বাস্থ্যসেবা আধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।

এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। অতীতে বিএনপি সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে অত্যন্ত আন্তরিক। সারাদেশে একযোগে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ওষুধসহ নানা ধরণের স্বাস্থ্যসেবা। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের প্রতি সকলকে আন্তরিক থাকতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৯/কেএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন