আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি এক্সেভেটর জব্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৬ ২০:৩৪:২২

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও তিনটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম খোয়াই নদীর আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকা থেকে এগুলো জব্দ করেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে ইজারাবিহীন বালু উত্তোলন করে আসছিল।  দুপুরে লাল মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে উত্তোলন করা ১০ হাজার ঘনফুট বালু ও উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি এক্সেভেটর জব্দ করেন ভূমি কমিশনার।  পরে এগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নটবর রুদ্র পালের জিম্মায় রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বলেন, ‌জব্দ হওয়া বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ এপ্রিল ২০১৯/কেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন