আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে সহস্রাধিক স্কুলে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৭ ১৬:২৪:৩৮

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলায় ১ হাজার ৩২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫২৮টিতে প্রজেক্টর এবং ৭৮২টি স্কুলে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট মো. আবু জাহির এমপি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উল্লেখিত পরিমাণ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম হবিগঞ্জের ৮টি উপজেলায় প্রেরণ করা হয়। বুধবার সদর উপজেলায় আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রতিটি উপজেলায় একযোগে এগুলো বিতরণ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/১৭ এপ্রিল ২০১৯/ কেএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন