Sylhet View 24 PRINT

মাধবপুরে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৫ ২১:২৯:০৫

হবিগঞ্জ প্রতিনিধি  :: পবিত্র রমজান মাসে খাদ্য নিরাপত্তার জন্য হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরীর অভিযোগে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে জানান- পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়িরা বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য বিক্রিতে সক্রিয় থাকেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও বিক্রি করে থাকে। এ বছর যেন কোন ব্যবসায়ি ভেজাল খাদ্যপণ্য বিক্রি করতে না পারে সেজন্য মাধবপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হোটেল আল আমিনকে ২০ হাজার টাকা, হোটেল বিসমিল্লাহ্কে ৫ হাজার টাকা, হোটেল অতিথিকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় প্রীতি কসমেটিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান মাসব্যাপী পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/৫ মে ২০১৯/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.