আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

চুনারুঘাটে খাদ্যে ভেজাল ও অপরিচ্ছনতার দায়ে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৭ ২২:০৪:১১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে রমজান মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধেভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।  রোজার প্রথম দিনে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও তৈরির অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আজহারুল ইসলাম।

তিনি জানান- পবিত্র রমজান মাসে খাদ্য নিরাপত্তার লক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় চুনারুঘাট পৌর শহরের সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার, শ্রী দুর্গা মিষ্টান্ন ভান্ডার, জননী ভান্ডারকে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য তৈরীর দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভেজাল খাদ্য বিক্রির দায়ে দু’ইটি মুদি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত ক্রেতাদের ভোগান্তি কমাতে প্রতিটি দোকানে পণ্যের ক্রয় ও বিক্রি মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন।

এ অভিযান রমজান মাসব্যাপী চলবে বলেও জানান তিনি।

সিলেটভিউ২৪ডটকম/০৭ মে ২০১৯/কেএস/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন