আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ৩০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-০৮ ১৬:১৫:৫৩

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে মোটরসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে বৃদ্ধা ও মহিলাসহ বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অপর আহতদেরর নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৌর এলাকার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের  ছালামতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- আব্দুল আজিজ (৭৫), পিকলু দেব (২৫), কুহিনুর আক্তার (৪০), আরশ আলী (৪০)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/৮ মে ২০১৯/এএইচ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন