Sylhet View 24 PRINT

নবীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল একজনের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৬ ১৮:৩১:৪১

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারই গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ রবিবার এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়া (৪০) পাঞ্জারাই গ্রামের কাচা মিয়ার ছেলে। আহত একই গ্রামের সাম নমশুদ্রের ছেলে কালাই নমশুদ্রকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মোশাহিদ ও কালাই নমশুদ্র মিলে নৌকাযোগে তাদের বাড়ির পার্শবর্তী লামার বন্দের গজরাইরা বিলে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটলে তারা আহত হন এবং মোশাহিদ মিয়া নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। আহত কালাইর চিৎকারে স্থানীয় লোকজন তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত কালাইকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেয়ার কথা জানিয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জুন ২০১৯/এএইচ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.