আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

যুগ্ম-সচিব হলেন হবিগঞ্জের শোয়েব ও তোফায়েল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৭ ০০:৫৮:৪৩

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের দুই কৃতি সন্তান শোয়েব আহমেদ খান ও তোফায়েল ইসলাম যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।

রবিবার সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে ১০৯ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতির যে আদেশ প্রদান করা হয় সেখানে এই দুই কর্মকর্তার নাম রয়েছে।

শোয়েব আহমেদ খান বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তিনি আজমিরীগঞ্জের মাহতাবপুর গ্রামের সন্তান ও হবিগঞ্জের সিনিয়র আইনজীবী এবং বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি এডভোকেট আবুল খায়ের এর জামাতা। সর্বশেষ তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রনালয়ের উপ-সচিব হিসাবে কর্মরত ছিলেন।

তোফায়েল ইসলাম বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। তিনি মৌলভীবাজার জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক। তিনি লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের কৃতি সন্তান।

এদিকে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক ইউএনও এবং ফরিদপুর জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, মাধবপুর উপজেলার সাবেক ইউএনও এবং গোপালগঞ্জ জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মুখলেছুর রহমান সরকার।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৯/কেএস/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন