আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

হবিগঞ্জের বিচারকের সাথে হত্যা মামলার পলাতক আসামি!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-০৬ ১২:২১:৪৯

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজার সাথে হত্যা মামলার এক আসামির ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আক্তারুজ্জামান আক্তার নামের ওই ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের আওয়ামী লীগ কর্মী আজম হত্যা মামলার এজহারভ’ক্ত আসামি। পুলিশের খাতায় সে পলাতক।

অবশ্য ছবি তোলা ও ফেসবুকে আপলোড দেয়া প্রসঙ্গে বিচারক নাসিম বলেছেন, আক্তার হত্যা মামলার পলাতক আসামি তা তিনি জানতেন না।

বাংলাদেশ প্রতিদিনের এক সংবাদ থেকে জানা যায়, এস এম নাসিম রেজা হবিগঞ্জে অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত। ২০১০ সালে কুষ্টিয়া ও পরে মেহেরপুরে চাকরি করেছেন তিনি।

কুষ্ঠিয়ার কুমারখালী থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, ‘বিষয়টি শোনার পরই হবিগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করে আক্তারের বিরুদ্ধে মামলার নথিপত্র হবিগঞ্জ সদর থানার ওসি কাছে পাঠানো হয়েছে।’

ছবি তোলা ও ফেসবুকে পোস্ট প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা জানান, ‘সরকারের দেয় নতুন গাড়ি আনতে দুই-তিন আগে ঢাকায় যাই। সেখানে আক্তারের সঙ্গে দেখা হলে গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলি  এবং আমিই ছবিটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু আক্তার হত্যা মামলার পলাতক আসামি সেটা আমার জানা ছিল না।’

আক্তারের সঙ্গে কিভাবে পরিচয় এমন প্রশ্নের জবাবে বিচারক বলেন, ‘আমি যখন ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়তাম, তখন কুষ্টিয়ার এক লোক (বর্তমানে কলেজ শিক্ষক) আমার সঙ্গে পড়তেন। ওই শিক্ষকের ছাত্র ছিলেন আক্তার। তার মাধ্যমে আক্তারের সঙ্গে আমার পরিচয়।’

তথ্য সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/ ০৬ জুলাই ২০১৯/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন