Sylhet View 24 PRINT

বাহুবলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১২ ১২:১৯:৩৫

বাহুবল প্রতিনিধি :: বাহুবল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে বাহুবল অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, মেডিকেল অফিসার আনিসুর রহমান নাইম, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রানা কুমার বণিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল হামিদ।

আলোচনা সভা শেষে জনসেবায় বিশেষ অবদান রাখায় লামাতাসি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনুকে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানের পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বলিষ্ঠ অবদান রাখার জন্য ইকবাল হোসেন চৌধুরীকে শ্রেষ্ঠ উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, রাজু আহমেদ শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, মিনারা ইয়াসমিন শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি ও মুক্তি রাণী দে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকার পুরস্কার তুলো দেয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ জুলাই ২০১৯/এমআইএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.