Sylhet View 24 PRINT

হবিগঞ্জে আরও ভয়ঙ্কর হচ্ছে কুশিয়ারা, বহুরূপি খোয়াই

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৫ ১৩:৫০:৩৩

হবিগঞ্জ প্রতিনিধি :: সময় যত যাচ্ছে কুশিয়ারা নদীর হবিগঞ্জ অংশ তথই ভয়ঙ্কর হয়ে উঠছে। তবে শহরের বুক দিয়ে বয়ে চলা খোয়াই নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমছে। ফলে কুশিয়ারা নিয়ে নদী তীরবর্তী বাসিন্দাদের আতঙ্ক বাড়লে খোয়াই নিয়ে স্বস্তিতে রয়েছেন শহরবাসী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কুশিয়ারার নদীর পানি প্রতিনিয়ত বাড়ছে। সোমবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি তিন ঘন্টায় ১ সেন্টিমিটার করে বাড়ছে কুশিয়ারার পানি। ইতোমধ্যে কুশিয়ারা পাড়ের বাড়িঘরে পানি প্রবেশ করায় সেখানের বাসিন্দাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া রোববার (১৪ জুলাই) কুশিয়ারা নদীর জামারগাঁও রাধাপুর ‘কুশিয়ারা ডাইক’ অংশে ভেঙে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ক্ষতি হয়েছে কয়েক হাজার একক ফসলি জমির। সেখানে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বাঁধ মেরামতের চেষ্টা করছেন।

এদিকে, কুশিয়ারা নিয়ে আতঙ্ক থাকলে হবিগঞ্জ শহরের বুক দিয়ে বয়ে চলা খোয়াই নদী নিয়ে স্বস্থিতে রয়েছে শহরবাসী। খোয়াই নদীর পানি কখনো বৃদ্ধি পাচ্ছে, আবার কখনো কমছে। বিশেষ করে যখন ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হচ্ছে তখন খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বৃষ্টি বন্ধ হয়ে গেলেই আবার কমতে শুরু করে খোয়াই নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ভাষ্য, খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্থ বাঁধগুলো মেরামত করা হয়েছে। তাই খোয়াই নিয়ে শহরবাসীর দুশ্চিন্তার কোন কারণ নেই।

অপরদিকে, রোববার সন্ধ্যা থেকে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রাতভর কখনো ভারি বর্ষণ আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন- ‘খোয়াই নিয় দুশ্চিন্তার কারণে নেই। কারণ খোয়াই নদীর পানি বর্তমানে কমছে। আর যদি বাড়েও তবু আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন- ‘কুশিয়ারা নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তবে সার্বক্ষণিক আমাকের কর্মকর্তারা বাঁধ সংস্কারের কাজ করছেন।’

সিলেটভিউ২৪ডটকম/১৫ জুলাই ২০১৯/কেএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.