Sylhet View 24 PRINT

বাহুবলে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-১৭ ২২:২৭:০০

মনিরুল ইসলাম শামিম, বাহুবল প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল­্যাহ (বিপিএম, বিপিএম) বলেন, বিট পুলিশিং কার্যক্রম এক সময় শহরকেন্দ্রিক ছিল। এ কার্যক্রমকে বেগমান করার লক্ষ্যে বিট পুলিশিং প্রতিটি ইউনিয়নে চালু করা হয়েছে। আগামীতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। এ উপজেলায় মাদকদ্রব্য বিক্রয় বন্ধে আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরস্পর সমন্বয়ের মাধ্যমে বাহুবল তথা হবিগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সুন্দর এবং শান্তিপূর্ণ রাখতে আমরা অঙ্গিকারবদ্ধ।

বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কামাইছড়া পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে বাহুবল মডেল থানা পুলিশ আয়োজিত সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই কাওসার মাহমুদ তোরনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, দারাগাঁও চা বাগানের উপ মহা-ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকর আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ।

বক্তব্য রাখেন পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোফাসিসর হোসেন, বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহরম আলী।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৯/এমএইচএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.