আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রী নিহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২০ ১৩:০৭:৩৫

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে নির্মাণাধিন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর নূর (২৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

শনিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে শহরের আনোয়ারপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর নূর সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই এলাকার একটি নির্মাণাধিন ভবনের চার তলায় কাজ করছিল আব্দুর নূর। বেলা ১১টার দিকে অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পরে। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ জুলাই ২০১৯/ কেএস/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন