আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

হবিগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৮

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২৯ ১৬:৩৩:৩২

কাজল সরকার, হবিগঞ্জ :: হবিগঞ্জে আরও পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এই নিয়ে হবিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ৮। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকী চারজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।

তিনি বলেন- ‘গত দুইদিনে হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে হবিগঞ্জ আসার পর বিষয়টি তারা জানতে পেরে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন- ‘হবিগঞ্জে যারা ডেঙ্গুতে আক্রান্ত তারা ঢাকা থেকে অসুস্থ হয়ে এসেছেন।’

সিলেটভিউ২৪ডটকম/ ২৯ জুলাই ২০১৯/ কাজল/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন