Sylhet View 24 PRINT

নবীগঞ্জে সামাজিক সংগঠন অগ্রযাত্রা'র বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৭ ০৯:২৯:৫০

নবীগঞ্জ প্রতিনিধি:: বৃক্ষ মানুষের জীবনের অপরিহার্য অংশ। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। বিগত বছরের ন্যায় এবারও সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে বাউসা ইউনিয়নের হরিধরপুর শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ে ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯ এর উদ্বোধন করেছেন, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম. মুজিবুর রহমান। এতে অংশগ্রহণ করেন, হরিধরপুর শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য- সেলিম আহমেদ, হেলাল আহমেদ, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ছনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ রুহেল, ফকির আলপু হোসাইন সহ বিদ্যালয়ের শিক্ষার্থী। উল্লেখ্য, সামাজিক সংগঠন অগ্রযাত্রা শুরু থেকেই সমাজ সেবা মূলক কার্যক্রম ও আর্থ-মানবতার সেবায় সফলতার সাথে কাজ করে আসছে। গত বছর এ সংগঠনটি গুনীজন সংবর্ধনা প্রদান, সমাজ সেবা মূলক আলোচনা সভা, সম্মাননা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী সফলতার সহিত পালন করেছে।

সিলেটভিউ২৪ডটকম/৭ আগস্ট ২০১৯/এসএমএএইচ/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.